শেখ মোঃ শোয়েবুর রহমান

শেখ মোঃ শোয়েবুর রহমান

কবি পরিচিতি: শেখ মোঃ শোয়েবুর রহমান। আল মাদানী সড়ক, ৪ নং ওয়ার্ড, আমানতগঞ্জ, বরিশাল সদর, বরিশাল। জন্ম-১৯ জুলাই ১৯৭৯। পড়াশুনা- আমানতগঞ্জ মাহমুদিয়া প্রাইমারি স্কুল থেকে ৫ম শ্রেনিতে বৃত্তি পেয়ে বরিশাল জিলা স্কুলে ভর্তি। ১৯৯২ সালে অষ্টম শ্রেণিতে বৃত্তি এবং ১৯৯৫ সালে ৫ বিষয়ে লেটার ও স্টার মার্কসসহ এসএসসিতে উত্তীর্ণ হন। এরপর বরিশাল বি এম কলেজ থেকে এইচএসসি, ম্যানেজমেন্ট এ অনার্স সহ মাস্টার্স কমপ্লিট করেন। বাংলায় মাস্টার্স পড়া হলেও শেষ করা হয়নি। আইন বিষয়ে পড়াশোনা করে হয়েছেন "অ্যাডভোকেট"। বাবা সমাজসেবী এস এ কামাল এর অকালমৃত্যুতে সংসারের হাল ধরতে ছাত্রাবস্থায় ততকালীন বরিশাল পৌরসভায় চাকুরিতে যোগদান করেন। বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত আছেন। লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই। ১৯৯৬ সালে খুলনা বেতার কেন্দ্রের তালিকাভুক্ত গীতিকার হিসাবে তালিকাভুক্ত হন। লিখেছেন প্রাথমিক বিভিন্ন শ্রেণির সহায়ক পাঠ্য বই। "খোলা জানালা" নামে নিজস্ব অনিয়মিত পত্রিকা নিয়ে কাজ করছেন। সহপাঠী ফেরদৌসী নাজনীনকে বিয়ে করে বর্তমানে শেখ নূজহাত নাহিয়ান মিমিয়া ও শেখ মুহতাসিম আল মুঈদ নামে দুই সন্তানের জনক। নিজ ভূমিতে প্রতিষ্ঠা করেছেন- "আল-কামাল জামে মসজিদ"। সব কাজের পাশাপাশি "আল কামাল ফাউন্ডেশন" নামে সমাজসেবা মূলক প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দ্বিপ্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত দহনের কাব্য ও শব্দ শ্রমিকের কাব্য সংকলনে কবির ১০টি করে কবিতা প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলায়।

শেখ মোঃ শোয়েবুর রহমান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon